এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা, দেশে দুর্ভিক্ষের অবস্থা: খন্দকার মোশাররফ

বিএনপির গণমিছিলে আগে সমাবেশ। ছবি: স্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও মুদ্রা বিদেশে পাচার করে দেশ ধ্বংস করেছে আওয়ামী লীগ। ব্যবসায়ীরা পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছেন না, সারা বাংলাদেশে এখন দুর্ভিক্ষের অবস্থা। মধ্যবিত্ত এখন গরিব।

আজ শনিবার চট্টগ্রামের ওয়াসা মোড়ে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে বিএনপির গণমিছিলে আগে সমাবেশে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'দেশে দারিদ্র্যসীমা ২০ শতাংশ ছিল, এখন তা ৪০ শতাংশ। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভোটাধিকার ছিনতাই করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। ফরমায়েশি রায়ে তারেক জিয়া ও খালেদা জিয়াকে সাজা দিয়েছে।'

চট্টগ্রামকে আন্দোলনের অন্যতম সূতিকাগার অভিহিত করে তিনি বলেন, 'এই চট্টগ্রাম বহু আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই চট্টগ্রামের জনসভা দেখেই দেশের অনান্য প্রান্ত জেগে উঠেছে। গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। মিছিল করে জনগণ আমাদের রায় দিয়েছে। আমার বিশ্বাস আপনাদের দেখেই দেশের অন্য সবাই রাজপথে নামবেন। দেশের অবস্থা পুনরুদ্ধার করতে এই সরকারকে বিদায় করতে হবে।'

সমাবেশে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, মাহবুবুর রহমান শামীমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গণমিছিলকে কেন্দ্র করে চট্টগ্রামে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাস্তায় ট্রাকের ওপর করা হয় মঞ্চ। মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থেকে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ওয়াসা মোড় থেকে কাজীর দেউড়ি হয়ে এনায়েত বাজার পর্যন্ত মিছিল করেন তারা। এ সময় কাজীর দেউড়ির, লালখান বাজার ও এর আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

1h ago