ঝিনাইদহে নাশকতার মামলায় আটক এইচএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মচারী

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে কালীগঞ্জ উপজেলা থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এসময় ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৩ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, মহেশপুর থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৫ জন ও হরিণাকুন্ডু থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।
 

জেলার কালীগঞ্জ উপজেলা থেকে আটক ১১ জনের মধ্যে কয়েকজনের স্বজনের সঙ্গে কথা হয় দ্য ডেইলি স্টারের। তাদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী ও একজন ব্যাংকের কর্মচারী রয়েছেন।

আটককৃতদের স্বজনরা জানান, তাদের অধিকাংশের বিরুদ্ধে আগে কোনো থানায় মামলা ছিল না।

কালীগঞ্জ থেকে আটককৃতরা হলেন- উপজেলার ফয়লা এলাকার ফিরোজ কবির, আড়পাড়া এলাকার আশিক হোসাইন, একই এলাকার জামাল উদ্দিন, বানুড়িয়া এলাকার শফিকুল ইসলাম, রাড়ীপাড়া এলাকার তরিকুল ইসলাম, সুবর্ণসারা এলাকার মহিন উদ্দিন, একই এলাকার রমজান আলী, রামচন্দ্রপুর এলাকার রিপন মোল্যা, বড় ধোপাদী এলাকার মো. রাসেল হোসেন, কুল্যাপাড়া এলাকার আমানত আলী মোল্যা ও ঝনঝনিয়া এলাকার তানজীল হোসেন।

এরমধ্যে আশিক হোসাইন সরকারি মাহতাব উদ্দিন কলেজের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী ও আমানত আলী মোল্যা জনতা ব্যাংকের কর্মচারী।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আটককৃত ১১ জনকে এই মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
 

এইচএসসি পরীক্ষার্থী আশিক হোসাইনের বাবা আলম হোসেন পেশায় ট্রাক চালক। তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি অনেক কষ্টে ছেলের লেখাপড়া শেখানোর খরচ চালাই। আমার ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১ টার দিকে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে।'

সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিএম শাখার শিক্ষক আব্দুল লতিফ বলেন, 'বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থীদের কারিগরি বোর্ডের অধীনে বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা ৪ সপ্তাহ ধরে চলে। এরমধ্যে ২ সপ্তাহ শেষ হয়েছে।'

'কলেজে এরমধ্যে কোনো সাপ্তাহিক পরীক্ষা হয়নি,' বলেন তিনি।

একই কথা ব্যাংক কর্মচারী আমানত আলী মোল্যার ছেলে ফরহাদ হোসেন। তিনি বলেন, 'প্রতিদিনের মতো বাবা রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে পুলিশ এসে ঘুম থেকে ডেকে নিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। এ সময় যেতে অস্বীকৃতি জানালে তিনি ব্যাংক থেকে টাকা লুট করেছেন এমন অভিযোগ করে তারা বাবাকে থানায় নিয়ে যান।'

এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর বলেন, 'বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত ৭ আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১১ জনকে আটক করে ওই মামলায় চালান দেওয়া হয়েছে।'

এ পর্যন্ত এই মামলায় ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আশিক হোসেন এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী কি না জানতে চাইলে তিনি বলেন, 'বোর্ড পরীক্ষা না, সে কলেজের সাপ্তাহিক পরীক্ষা দিয়েছে। সে পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। ব্যাংকের কর্মচারী আমানত আলী মোল্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এজন্য তাদের আটক করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

BNP Standing Committee Member Amir Khasru Mahmud Chowdhury has said the people of Bangladesh did not struggle and sacrifice to hand over the country's responsibility to any "great man".."There is no reason to believe that Bangladeshis have to wait for some great man from any country to com

13m ago