সংরক্ষিত বনের গাছ কাটা মামলায় কারাগারে ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শোভনছড়ি এলাকায় অবৈধভাবে সংরক্ষিত বনের সেগুন গাছ কাটার মামলার ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শোভনছড়ি এলাকায় অবৈধভাবে সংরক্ষিত বনের সেগুন গাছ কাটার মামলার ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. নাজিম প্রকাশ ভাগিনা নাজিম ও মোহাম্মদ হাসান। উভয়ে শোভনছড়ি এলাকার বাসিন্দা।

বনবিভাগের সহকারী বন মামলা পরিচালক মো. সফিউল করিম মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশ, গাছ কাটা ও পাচারের মামলার ২ আসামি আদালতে জামিন আবেদন করেন, পরে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।'

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৮ অক্টোবর শোভনছড়িতে আসামিরা সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশ, গাছ কাটা ও পাচারের চেষ্টা করে। এর প্রেক্ষিতে শোভনছড়ি বিটের তৎকালীন বিট কর্মকর্তা আবু তাহের আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম বন আদালতে পিওআর মামলা দায়ের করেন। এতদিন আসামিরা পলাতক ছিলেন।

Comments