ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

নিহত সাংবাদিক আশিকুর রহমান আশিক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরে ইজিবাইকের গতিরোধ করে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে।

আজ সোমবার সন্ধ্যায় শহরের ফারুকী পার্ক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার ঘণ্টাখানেক পরেই অভিযুক্ত ছাত্রলীগকর্মী রায়হান আহমেদ সোহানকে আটক করেছে পুলিশ।

নিহত আশিকুর রহমান আশিক 'দৈনিক পর্যবেক্ষণ' পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এক ছেলে সন্তানের জনক আশিক শহরের মেড্ডা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আশরাফ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাতিঘর নামের একটি মানবসেবামূলক সামাজিক সংগঠনেরও কর্মী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেওয়ারিশ লাশ স্বেচ্ছায় দাফন কাজের সঙ্গে জড়িত বাতিঘর নামক সংগঠনের মাসিক সভা ছিল শহরের ফারুকী পার্কে। সেখান থেকে সভা শেষ করে শহরে ফেরার পথে রায়হানসহ আরও ৪-৫ জন আশিককে বহনকারী ইজিবাইকের গতিরোধ করে আকস্মিক বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আশিকসহ ইজিবাইকে থাকা আরও ২-৩ জন আক্রমণকারীদের পেছনে দৌড়াতে থাকেন। একপর্যায়ে আশিক রাস্তায় ঢলে পড়েন। পরে সংগঠনের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ওসি আরও বলেন, 'বাতিঘর সংগঠনের সদস্য স্বেচ্ছায় রক্তদাতা এক যুবককে "রক্ত বিক্রেতা" বলা নিয়ে রায়হানের সঙ্গে আশিকের ২ দিন আগে বাদানুবাদ হয়েছিল। এর জেরে রায়হান পরিকল্পিতভাবে আশিকের ওপর হামলা করেছেন বলে ধারণা করা হচ্ছে।'

আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, হামলাকারী রায়হান ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রবিউল হোসেন রুবেল ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের কোনো ইউনিটে রায়হানের কোনো পদ নেই। ছাত্রলীগের মিটিং-মিছিলে সে ভাদুঘর থেকে অংশ নিতো।'

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ডেইলি স্টারকে বলেন, 'রায়হানকে ছাত্রলীগের কর্মী হিসেবে আমি চিনি না। তবে সে ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে থাকতে পারে।'

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

14m ago