রাজনীতি

বিএনপি অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা দরকার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি করে, ধংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, মানুষ হত্যার-ভোট চুরির রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাদের চিকিৎসা দরকার।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: প্রবীর দাশ/স্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি করে, ধংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, মানুষ হত্যার-ভোট চুরির রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাদের চিকিৎসা দরকার।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

অসুস্থ বিএনপিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন- এটা নিয়ে কটাক্ষ করার কিছু নেই। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে সেই অসুস্থ বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হবে।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 'অসুস্থ মানুষ যদি হাসপাতালে যায়, অসুস্থ রাজনৈতিক দল যাবে না? সেটারও চিকিৎসার দরকার।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা তিনি জানেন না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, '(মির্জা ফখরুল ও মির্জা আব্বাস) অসুস্থ হতেই পারেন। কিন্তু দলটাকে অসুস্থ করে ফেলেছেন। গোটা দলটাই অসুস্থ হয়ে গেছে।'

বক্তব্যে আজকের 'শান্তি সমাবেশ' আয়োজনের কারণও ব্যাখ্যা করেন ওবায়দুল কাদের। বলেন, 'আমরা ক্ষমতায় আছি, সরকারে আছি। আমাদের দায়িত্ব দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব। কেউ আগুন নিয়ে সন্ত্রাস করবে, কেউ লাঠি নিয়ে খেলতে চাইবে, কেউ অশান্তি সৃষ্টি করবে, রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরী করবে…জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশে আছি।'

আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে- এমন মন্তব্য করে বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটাবেন আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে- এটা মনে করার কোন কারণ নেই।'

কাদের আরও বলেন, 'চারদিকে যখন পূর্নিমার চাঁদ, তখন তারা (বিএনপি) অমাবস্যা দেখে...শেখ হাসিনার অর্জন দেখে তাদের গায়ে জ্বালা ধরে। মনের জ্বালায় অসুস্থ হয়ে (মির্জা ফখরুল ও মির্জা আব্বাস) হাসপাতালে কিনা তা জানিনা।'

'বিশৃঙ্খলা' ঠেকানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান

'বিশৃঙ্খলা' ঠেকানোর জন্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, 'মানুষের জানমাল নিয়ে খেলবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? হবে না।

'খেলা হবে। জোর খেলা হবে, তুমুল খেলা হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী জানুয়ারিতে নির্বাচনে ফাইনাল খেলা হবে।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

6h ago