মার্চের শুরুতে রমজানের পণ্য বিক্রি করতে পারে টিসিবি

স্টার ফাইল ছবি

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্য বিক্রি কার্যক্রম আগামী মার্চের প্রথমদিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য শাহদাব আকবরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'রমজানে সরবরাহের জন্য ২০ হাজার মেট্রিক টন চিনি, ৪০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ৪ কোটি লিটার সয়াবিন তেল, ১ হাজার ১০০ মেট্রিক টন খেজুর, ১০ হাজার মেট্রিক টন ছোলার প্রয়োজন হবে। ইতোমধ্যে আমদানি-ক্রয় কাজ সম্পন্ন হয়েছে। এসব পণ্য গুদামে মজুত কার্যক্রম চলছে।'

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago