অপরাধ ও বিচার

খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি: ২৩ দিন পর উদ্ধার

তবে নবজাতককে চুরি করে নিয়ে যাওয়া অজ্ঞাত নারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
খুলনা

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার ২৩ দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। নিঃসন্তান এক দম্পতি অর্থের বিনিময়ে ওই নবজাতককে কিনেছিল।

তবে নবজাতককে চুরি করে নিয়ে যাওয়া অজ্ঞাত নারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক তোফায়েল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ জানুয়ারি বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতককে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জানুয়ারি মামলার পর পুলিশ অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল রাতে নড়াইলের কালিয়া থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর আদালতের পারমিশন নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে।'

নবজাতকের মামা মো. মোস্তফা ডেইলি স্টারকে বলেন, '২৪ জানুয়ারি সকাল ১০টার দিকে আমার বোন রানিমা বেগমের প্রসববেদনা উঠে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে তার শিশুর জন্ম হয়। বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। এরপর গেটের সামনে এসে গাড়িভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে আমার মাথায় আঘাত করেন। এর মধ্যে আরও কয়েকজন চালক আমার ওপর চড়াও হন। শিশুটি তখন আমার আরেক বোনের কোলে ছিল। তিনি শিশুটিকে অন্য এক নারীর কাছে দিয়ে আমাকে চালকের হাত থেকে নিভৃত করার চেষ্টা করছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই এক নারী কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান।'

Comments