জনগণ বিএনপিকে পছন্দ করে বলেই মিছিলে-পদযাত্রায় আসে: মির্জা আব্বাস

বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করে ময়মনসিংহ মহানগর বিএনপি। ছবি: সংগৃহীত

জনগণ বিএনপিকে পছন্দ করে বলেই মিছিলে-পদযাত্রায় আসে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, 'দেশের বাইরে বিএনপির কোনো প্রভু নাই। আমাদের বন্ধু আছে। দেশের বাইরে বন্ধু না থাকলে প্রয়োজনও নেই। দেশের সাধারণ মানুষ বিএনপির বন্ধু। তারা বিএনপিকে পছন্দ করে বলেই তারা মিছিলে ও পদযাত্রায় আসে। আন্দোলন করে। তারা গুলি খায়, শাহাদাত বরণ করে।'

আজ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে পদযাত্রার আগে সমা‌বেশে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা করে তখনই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। পৃথিবীতে কিংবা বাংলাদেশে আওয়ামী লীগের মতো অশান্তি সৃষ্টি করার মতো আর কোনো দল আছে কি? এই দলটি যখনই ক্ষমতায় গেছে, যার নেতৃত্বে গেছে, তখনই দেশে অশান্তি সৃষ্টি হয়েছে।'

তিনি আরও বলেন, 'দেশের গণতন্ত্র মুক্ত করতে হবে। মানুষের কথা বলার অধিকার দিতে হবে। ভোটের অধিকার দিতে হবে। নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করছে। দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য মানুষের শান্তির জন্য বিএনপি আন্দোলন করছে।'

বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপি এ পদযাত্রার আয়োজন করে।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতউল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতারা।

সমা‌বেশ শে‌ষে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ হয়।

Comments

The Daily Star  | English

Govt decides to ban activities of AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

2h ago