শূন্য-কোভিড নীতি থেকে সরে এল চীন, খুলছে সীমান্ত

বেইজিং বিমানবন্দরে কয়েকজন পর্যটক। ছবি: রয়টার্স

করোনাভাইরাস মহামারির কারণে ৩ বছর নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে চীন।

আজ মঙ্গলবার বিবিসি জানায়, করোনার বিরুদ্ধে জয় ঘোষণার পর শূন্য-কোভিড নীতি থেকে সরে এসেছে বেইজিং।

আগামী ১৫ মার্চ থেকে বিদেশি অফিসগুলো চীনা ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে পারে।

এ ছাড়াও, ক্রুজ জাহাজের জন্য হাইনান দ্বীপ ও সাংহাইয়ে ভিসা-মুক্ত প্রবেশ আবার শুরু হবে।

হংকং ও ম্যাকাওয়ের ট্যুর গ্রুপগুলো তাদের ভিসা-মুক্ত সুবিধা ফিরে পাবে।

এমনকি, ২০২০ সালের ২৮ মার্চ চীনের সীমান্ত বন্ধ হওয়ার আগে ইস্যু করা বৈধ ভিসাগুলোকে আবার আমলে নেওয়া হবে।

করোনা মহামারির আগে প্রতি বছর প্রায় কয়েক মিলিয়ন পর্যটক চীন ভ্রমণে যেতেন। এরপর শূন্য-কোভিড নীতি গ্রহণ করে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ায় দেশটির পর্যটন খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

যদিও বিশ্লেষকদের ধারণা, সীমান্ত খুলে দেওয়ার পর চীনে আগের চেয়েও বেশি পর্যটকের আগমন ঘটতে পারে।

চীনা নাগরিকদেরও ট্যুর গ্রুপে ৬০টি দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে, যা আগে ছিল ২০টি।

চীন বলছে, ২০২২ সালে তাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ শতাংশ, যা প্রায় অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে খারাপ।

 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

1h ago