শিল্পীর অভিনয়ের ক্ষুধা কখনো মেটে না: ডলি জহুর

ডলি জহুর। ছবি: সংগৃহীত

প্রবীণ অভিনয়শিল্পী ডলি জহুর। জাতীয় চলচ্চিত্রে এ বছর পেয়েছেন আজীবন সম্মাননা। বর্তমানে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিইউ শুভ পরিচালিত নাটকটির নাম 'ঝামেলা কিনি ডটকম'। নাটকটি নিয়ে তিনি বলেন, 'ভালো একটি গল্পের নাটক করছি। এছাড়া, পরিচালক আমার খুব পছন্দের। সব মিলিয়ে একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে ভালোই লাগছে। বয়সের কারণে এখন আর আগের মতো কাজ করা সম্ভব নয়? আবার বাসায় থাকতে থাকতেও বোরিং হয়ে যাই।'

তিনি আরও বলেন, 'নাটকের পরিবারই আমার পরিবার। সেজন্য টুকটাক অভিনয় করি। সেটে এলে সবার সঙ্গে দেখা হয়, গল্প হয়, এটা আমার জন্য অনেক আনন্দের। গেট টুগেদারের মতো হয়।'

নতুন পরিচালকদের কাজের মান নিয়ে ডলি জহুর বলেন, 'নতুন পরিচালকরা অনেকেই ভালো করছেন। তাদের পরিচালনায় ও গল্প ভাবনায় যত্নে ছোঁয়া আছে। তাদের নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। সত্যিই ওরা ভালো করছে।'

আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'এটা তো অনেক বড় সম্মান। রাষ্ট্র ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি । জুরি বোর্ডের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি।'

আজীবন সম্মাননা পাওয়ার পর আপনার ছেলের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, 'আমর ছেলেটা ওর বাবার মতোই ইন্ট্রোভার্ট হয়েছে। তারপরও মায়ের সম্মানে খুশি হয়েছে। দেশের বাইরে থেকে বলেছে ভেরি নাইছ। সুন্দর হয়েছে।'

অভিনয়ের ক্ষুধা নিয়ে জানতে চাইলে ডলি জহুর বলেন, 'শিল্পীর অভিনয়ের ক্ষুধা কখনো মেটে না। অভিনয়ের ক্ষুধা থেকেই যায়। তারপরও আমি দীর্ঘ অভিনয় ক্যারিয়ার নিয়ে খুশি। মানুষের ভালোবাসা ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।'

এই বয়সে বাসায় কীভাবে সময় কাটান জানতে চাইলে তিনি বলেন, 'আমার বাসায় পুরনো অনেক ম্যাগাজিন আছে। সেসব বের করে পড়ি। অনেক ম্যাগাজিন উইপোকায় খেয়ে ফেলেছে। এজন্য খুব কষ্ট পেয়েছি। পুরনো ম্যাগাজিনের লেখাগুলো দারুণভাবে টানে আমাকে। এছাড়া বাসায় আপনজনদের সঙ্গে আড্ডা দিই। এভাবেই সময় কেটে যায়।'

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago