প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

Tamim Iqbal & Chandila Haturusingha
অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কৌশল ঠিক করছেন চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুটি বদল তো অবধারিত। সবশেষ ম্যাচে থাকা মাহমুদউল্লাহ যে এবার স্কোয়াডেই নেই, নেই তাইজুল ইসলামও। চোট, অসুস্থতা মিলিয়ে একাদশে বদল আসতে পারে আরও।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সিলেটের উইকেট কিছুটা ব্যাটিং বান্ধব হওয়ার আভাস আছে। এখানে বাড়তি পেসার নিয়ে খেলতে পারে স্বাগতিকরা।

জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয় ছিল খোদ অধিনায়ক তামিম ইকবালের। তবে অসুস্থতা ও শারীরীক দুর্বলতা পাশ কাটিয়ে শুক্রবার অনুশীলন করেছেন তিনি, সন্ধ্যায় উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায়ও। আচমকা অবনতি কিছু না হলে তিনিই টস করতে নামবেন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে রান না পাওয়া লিটন দাস শেষ টি-টোয়েন্টিতে ফেরেন ছন্দে।  দলের অনানুষ্ঠানিক সহ-অধিনায়ক আইরিশদের বিপক্ষে ওয়ানডেতেও দেখাতে চাইবেন নিজের সেরাটা। তামিম-লিটনের পর তিন নম্বরে জায়গা পাকা নাজমুল হোসেন শান্তর। চারে মুশফিকুর রহিমকে নিয়েও কোন দ্বিধা নেই। পাঁচেই খেলবেন সাকিব আল হাসান। তবে ব্যাটিংয়ে ডান-বাম সমন্বয় মাথায় নিয়ে তার চারে খেয়ার সম্ভাবনাও আছে।

ছয় নম্বরে নামতে পারেন তৌহিদ হৃদয়, টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও অভিষেক হওয়ার সম্ভাবনা তার প্রবল।  সাতে মেহেদী হাসান মিরাজেরই নামার কথা। কিন্তু শুক্রবার অনুশীলনে ফুটবলের আঘাত পেয়েছেন চোখে। সিটি স্ক্যানে খারাপ কিছু ধরা না পড়লেও রক্ত জমাট বেঁধে থাকায় তার খেলার সম্ভাবনা ক্ষীণ। মিরাজ ফিট হতে না পারলে আফিফ হোসেনকে একাদশের বাইরে রাখার পরিকল্পনা থেকে সরে আসতে হবে টিম ম্যানেজমেন্টকে।

শেষ চারটি জায়গা বোলারদের। বাঁহাতি স্পিনে আগের সিরিজে ছিলেন তাইজুল। এবার স্কোয়াডে ফিরে একাদশেও থাকা অনেকটা নিশ্চিত নাসুম আহমেদের। এরপর তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে ইবাদত হোসেন বা হাসান মাহমুদকে বেছে নেওয়া হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন/হাসান মাহমুদ।

Comments

The Daily Star  | English

‘SAARC remains a top priority for both of us’

Chief Adviser Yunus discusses revitalising regional cooperation with Pakistani Foreign Minister Ishaq Dar

9m ago