পরবর্তী লক্ষ্য ঠিক করেছেন এমবাপে

কৌশোরের আভা থাকতেই ঝলক দেখিয়ে জিতে ফেলেছেন বিশ্বকাপ। পিএসজির হয়ে জিতেছেন ঘরোয়া লিগের সব ট্রফি। কিন্তু একটা জায়গা এখনো অধরা কিলিয়ান এমবাপের। চ্যাম্পিয়ন্স লিগ যে এখনো জেতা হয়নি। ফরাসী তারকার নজর তাই ক্লাব ফুটবলের সবচেয়ে জৌলুসময় ট্রফির দিকে। আর সেটা তিনি জিততে চান পিএসজির হয়েই।

এমবাপের পরের ঠিকানা কি হবে তা নিয়ে গুঞ্জন প্রায়ই প্রবল হয়। গত গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছেও চলে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নাটকীয় মোড় বদলে ২০২৪-২৫ পর্যন্ত পিএসজিতেই থাকার সিদ্ধান্ত নেন এই ফরোয়ার্ড। প্যারিসিয়ান হিসেবে এই ক্লাবেই থাকতে চান এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগ জিততে নেইমার, লিওনেল মেসিদের মতো তারকাদের ভিড়িয়েও লাভ হচ্ছে না পিএসজির। ২০২০ সালে একবার ফাইনাল পর্যন্ত গিয়ে পরে পারেনি বায়ার্ন মিউনিখের কাছে। এবার ও গত মৌসুমে তারায় ভরা দল নিয়েও শেষ ষোলো পার করতে পারেনি তারা।

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আক্ষেপ, খেদ তাই প্রবল হচ্ছে। ফরাসি টেলিভেশন 'ফ্রান্স থ্রি'র সঙ্গে আলাপে এই ট্রফি জেতার তীব্র আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি, 'পরবর্তী লক্ষ্য? আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জেতা। ইতোমধ্যে ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলেছি। ট্রফি জেতা ছাড়া সবই হয়েছে। ট্রফিটাই এখন দরকার।'

'আশা করছি ট্রফিও তাড়াতাড়ি জিততে পারব। কোন দলের হয়ে জিতব? অবশ্যই পিএসজি। আমি প্যারিসিয়ান, তাদের সঙ্গে চুক্তি আছে, পিএসজিতেই তাই ট্রফি জেতা হবে।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

3h ago