পটুয়াখালীতে বরযাত্রীসহ ট্রলারডুবি: বরসহ আরও ৪ জনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে ট্রলারডুবি: এখনো মেলেনি বরসহ নিখোঁজ ৪ জনের সন্ধান
নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা তেতুলিয়া নদীর পাড়ে আউলিয়াপুর লঞ্চঘাটে অপেক্ষা করছেন। ছবি: স্টার

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় বরসহ নিখোঁজ ৪ জনের মরদেহ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় অন্তঃসত্ত্বা একজনসহ মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো।

আজ সকাল সাড়ে ৭টার দিকে বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা বেগমের (৪০) মরদেহ ট্রলারডুবির জায়গা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বদনারচর এলাকা থেকে উদ্ধার করা হয়। একই এলাকা থেকে সকাল ১০টার দিকে শিশু খাদিজার (৮) ও দুপুর ২ টার দিকে নববধূ সুমাইয়ার ছোট বোন মারিয় আক্তারের (৮) মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালীর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রেজওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, বিকেল ৩টার দিকে সবার মরদেহ স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। আসর নামাজের পর পারিবারিক গোরস্তানে তাদের দাফন করা হয়।

গত শুক্রবার বিকেলে দশমিনায় তেঁতুলিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। দশমিনার চর শাহজালাল থেকে বিয়ে করে নববধূকে নিয়ে রণগোপালদি গ্রামে ফিরবার পথে মাঝনদীতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর সেদিনই বর রাব্বি হাওলাদারের অন্তঃসত্ত্বা ফুফু লিপি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার সকাল থেকে পটুয়াখালী ও বরিশালের দুটি ডুবরির দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

পটুয়াখালীর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রেজওয়ান বলেন, আজ দুপুরে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধারের পর অভিযান শেষ করা হয়।

 

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

54m ago