আমার গ্রেপ্তারের পেছনে সেনাপ্রধান: ইমরান খান

ইমরান খান। ছবি: ডন

গ্রেপ্তারের জন্য সেনাপ্রধানকে দায়ী করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানান, তাকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে যা হয়েছে এর জন্য তিনি দায়ী নন।

আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইমরান খান এসব কথা জানান।

নিরাপত্তা সংস্থাগুলো তার বিরুদ্ধে এবং বিচার বিভাগ তার পক্ষে রয়েছে এমন ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইমরান খান বিবিসির প্রতিবেদক ক্যারোলিন ডেভিসকে বলেন, 'তাকে গ্রেপ্তারের পেছনে নিরাপত্তা সংস্থা নয়, একজনই দায়ী। তিনি হলেন সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই। যা ঘটছে তাতে সেনাবাহিনীকে কলঙ্কিত করা হচ্ছে।'

ইমরান খান বলেন, 'সেনাপ্রধান উদ্বিগ্ন যে আমি আবার ক্ষমতায় আসলে তাকে সরিয়ে দেব। কিন্তু আমি তাকে একটি বার্তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি যে, আমি তা করবো না। সরাসরি তার নির্দেশেই সবকিছু ঘটছে। তিনি নিশ্চিত যে আমি আবার ক্ষমতায় এলে তাকে সরিয়ে দেব।'

ইমরান খান সরকারের বিরুদ্ধে তার দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বলেন, 'গত এক বছরে আমার দলের ৫ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। আমাকে ২ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি শুধুমাত্র তদন্তের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আমার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।'

বর্তমানে লাহোরের জামান পার্কের বাসভবনে অবস্থান করছেন ইমরান খান।

লাহোর সফরের সময় ইমরান খান বলেন, ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আমাকে লাহোরে আসতে সর্বাত্মকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। ৩ ঘণ্টা ধরে তিনি আমাকে অপেক্ষায় রেখেছেন। পুলিশের ইন্সপেক্টর জেনারেল আমাকে জানান, বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক।

এর আগে আল-কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান খানকে থেকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

2h ago