১৯-২০ ও ২৬-২৭ মে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

নয়াপল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এমরান হোসেন/স্টার

গায়েবি মামলায় গ্রেপ্তার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারাদেশে মহানগর-জেলায় বিক্ষোভ সমাবেশের ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শনিবার বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

সরকার পদত্যাগের 'এক দফা এক দাবি', 'দফা এক দাবি এক' এই শ্লোগান তুলে মির্জা ফখরুল বলেন, 'এই দাবিতে আমাদের এই কর্মসূচি হবে।'

তিনি বলেন, 'আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য।'

'উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতে আবার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আবার কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে এই কর্মসূচি হবে', যোগ করেন বিএনপি মহাসচিব।

নতুন কর্মসূচি অনুযায়ী ৪ দিনই ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ হবে।

যুগপৎ আন্দোলনের সর্বশেষ কর্মসূচি হয় এপ্রিলের প্রথম দিকে রমজান মাসের শুরুতে। এরপর এটিই প্রথম কর্মসূচি।

গত বছরের ২৪ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠানের মধ্যদিয়ে বিএনপিসহ সমমনা কয়েকটি জোট যুগপৎ আন্দোলন শুরু করে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে। এরপর ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, মহানগর-জেলা-থানা-ইউনিয়ন পর্যায়ে নীরব পদযাত্রার কর্মসূচি করেছে তারা।

রমজান মাসে বিএনপিসহ সমমনা জোটগুলো মহানগর-জেলা-উপজেলা-থানা-ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি পালন করে।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

1h ago