রাজ্যকে নিয়ে ‘মা’ সিনেমা দেখবেন পরীমনি

পরীমনি। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

পরীমনি অভিনীত 'মা' সিনেমাটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। আজ বুধবার থেকে 'মা' চলবে স্টার সিনেপ্লেক্সে। পুত্র রাজ্যকে নিয়ে আজ নিজের অভিনীত সিনেমা 'মা' দেখবেন তিনি। 

আজ সকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

পরীমনি বলেন, ''মুক্তির পর 'মা' সিনেমা দেখতে গিয়েছিলাম। কিছুটা দেখেছি। আজ পুরো সিনেমা হলে বসে দেখব। আমার পুত্র রাজ্যকে নিয়েই পুরোটা দেখব।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''মা' শব্দটির ব্যাখ্যা কেউ দিতে পারবে না। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ 'মা'। সবচেয়ে ভালোবাসার নাম 'মা'। সেই মায়ের চরিত্রে অভিনয় করেছি, এর চেয়ে ভালোলাগা কি থাকতে পারে? আমি খুশি এবং আমি তৃপ্ত এই চরিত্রে অভিনয় করে।

'মা' সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমার প্রিমিয়ার হয়েছে। এ বিষয়ে পরীমনি বলেন, 'এটা তো বিরাট আনন্দের বিষয়। বাংলাদেশি সিনেমার জন্য এটা অনেক বড় বিষয়। জয় হোক আমাদের সিনেমার।'

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ''কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে 'মা' সিনেমা, এটা যে কতটা মুগ্ধ করেছে আমাকে! সত্যি আমি মহাখুশি।'

'মা' সিনেমায় বীণা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। দর্শকরা বীণা চরিত্রের প্রশংসা করছেন। পরীমনি বলেন, 'যারা মা সিনেমাটি দেখেছেন তারা আমার অভিনয়ের প্রশংসা করছেন। কেউ কেউ তাদের ভালোলাগার কথা আমাকে জানিয়েছেন। তারা বলেছেন বীণা চরিত্রের মাঝে আমি ডুবে ছিলাম। এটাই তো প্রাপ্তি।'

'আমি পরীমনি যখন বীণা হয়ে উঠেছি এবং সবাই বলছেন, বীণা এত ভালো করেছে? এই কথাগুলো যখন কানে আসে আমি ইমোশনাল হয়ে পড়ি। যোগ করেন ঢালিউড নায়িকা পরীমনি।'

কথায় কথায় তিনি জানান, প্রথম শোয়ের কিছু অংশ দেখার সময় আমার সঙ্গে ছিল 'মা' সিনেমায় আমার শিশু পুত্রের ভূমিকায় অভিনয় করা শিশুটি। এ ছাড়া তার বাবা-মা ছিল। ওরা মোট ৬ জন এসেছিল। সবার সঙ্গে সুন্দর সময় কেটেছে সেদিন।

পরীমনি আরও বলেন, 'সেদিন শিশুপুত্রটির বাবা-মাসহ সবাইকে আমার বাসায় নিয়ে এসেছিলাম। এক সঙ্গে খেয়েছি আমরা। অনেক গল্প করেছি।'

মা সিনেমায় পরীমনির শিশুপুত্রের ভূমিকায় অভিনয় করা শিশুটির ডাক নাম পুলক। তার সম্পর্কে পরীমনি বলেন, 'পুলক এখন আমাকে চিনতেই পারে না। ওর মনেই নেই আমরা একসঙ্গে অভিনয় করেছি। কি করে থাকবে? ও তো শিশু ছিল।'

পুলকের প্রসঙ্গে তিনি বলেন, 'পুলক একদিন অনেক বড় হোক এটাই চাই। আমি মনে করি পুলক আমার আরেক সন্তান। ওর মা আমাকে বোন ডাকে। ওদের সবার জন্য আমার ভালোবাসা।'

সবশেষে তিনি বলেন, 'সবাই হলে গিয়ে 'মা' সিনেমাটি দেখবেন এটাই চাওয়া।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

4h ago