বরিশাল সিটি নির্বাচন

আজ মধ্যরাতের পর বরিশালে বহিরাগত ‘নিষিদ্ধ’

‘১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ। আমরা সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছি।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: জামিল খান/স্টার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ শনিবার মধ্যরাতের পর বহিরাগত কাউকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অবস্থানও করতে দেওয়া হবে না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমরা মধ্যরাতের পরে অভিযান পরিচালনা করব। কোনো বৈধ কারণ ছাড়া কোনো বহিরাগতকে শহরে থাকতে দেওয়া হবে না।'

নির্বাচনী প্রচারণার জন্য নগরীতে যারা রয়েছেন তাদের বিষয়ে তিনি বলেন, 'আইন সবার জন্য সমান। চিকিৎসার মতো বৈধ কারণ না থাকলে আমরা কাউকে থাকতে দেবো না।'

তবে তিনি বলেন, কোনো বহিরাগত শহরে এসে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকলে সে বিষয়টি বিবেচনা করা হবে।

গত এক সপ্তাহে বেড়াতে আসা স্বজনদের বাড়িতে ফেরত পাঠানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল ইসলাম।

১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনি বলেন, 'আমরা সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছি।'

নিয়মিত ভোটকেন্দ্রে ১৮ সদস্যের পুলিশ টিম এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ সদস্যের পুলিশ টিম মোতায়েন থাকবে বলে জানান বিএমপি প্রধান।

তিনি বলেন, 'নির্বাচনের দিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট ১০টি প্লাটুন মোতায়েন থাকবে। 
আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না, নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ চাই।'

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago