হেফাজতে নির্যাতন: ৫ পুলিশের বিরুদ্ধে মামলার নির্দেশ স্থগিত
নাটোরের লালপুর থানায় আসামি নির্যাতনের অভিযোগে অ্যাডিশনাল এসপি, ওসিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ স্থগিত করেছেন জেলা দায়রা জজ আদালত।
নাটোর আদালতের পিপি মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আগের আদেশের পরিপ্রেক্ষিতে আজ রোববার রিভিশন আবেদন করলে জেলা দায়রা জজ মো. শরীফউদ্দীন মামলার আদেশ স্থগিত করেন।'
রিভিশনের পরবর্তী শুনানির তারিখ বিচারক আগামী ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন বলেও তিনি জানান।
থানা হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগে এর আগে গত বৃহস্পতিবার ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন লালপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন।
তারা হলেন-বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব, লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন, উপপরিদর্শক মো. জাহিদ হাসান ও ওমর ফারুক শিমুল এবং ১ জন কনস্টেবল।
তবে পুলিশ সুপার মো. সাইফুর রহমান ছুটিতে থাকায় মামলা করতে গতকাল শনিবার ৩ কার্যদিবস সময় চেয়ে আবেদন করে পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩ কার্যদিবস সময়ও মঞ্জুর করেন।
গত বুধবার লালপুর থানা পুলিশ অটোরিকশা ছিনতাই মামলায় ৪ আসামিকে আদালতে পাঠায়।
তারা হচ্ছেন, মো. সোহাগ হোসেন, শামীম মোল্লা, মো. সালাম ও মো. রাকিবুল ইসলাম।
আসামিদের মধ্যে রাকিবুল ছাড়া বাকি ৩ জনই আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযোগ করেন, বড়াইগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন, উপপরিদর্শক মো. জাহিদ হাসান ও ওমর ফারুক শিমুল এবং ১ কনস্টেবল তাদের নির্যাতন করেছেন।
Comments