ঢাকা-১৭ উপনির্বাচন

মোট ভোটার সোয়া ৩ লাখ, আরাফাত জিতলেন ২৮৮১৬ ভোট পেয়ে

মোহাম্মদ এ আরাফাত। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ফলাফল কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনির হোসাইন খান।

নির্বাচনে মোট ১২৪টি কেন্দ্রে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হলো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এই আসনে মোট ভোটার বিবেচনায় আরাফাত ৮ দশমিক ৮৬ শতাংশ ও হিরো আলম ১ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন।

এ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৮ জন। আরাফাত ও হিরো আলম ছাড়া বাকিরা হলেন—জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম। তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৩২৮, ৯২৩, ২০২, ৪৩, ৬৪ ও ৫২।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has identified overseas assets worth nearly Tk 40,000 crore, accumulated with money laundered abroad from Bangladesh, according to the Chief Adviser’s Office.

1h ago