নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় সরকার দাবি সিপিবির

২০-৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ পালনের আহ্বান
সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে প্রেসিডিয়াম সভায় নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ মঙ্গলবার সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে প্রেসিডিয়াম সভায় এ দাবি জানানো হয়।

সভায় দলের নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের নামে নির্লজ্জ প্রহসন হয়েছে। পুলিশের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা ও মাত্র ১১ শতাংশ ভোটারের উপস্থিতি প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 

এ ধরনের নির্বাচনের প্রতি জনগণেরও আস্থা নেই। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া নির্বাচনের প্রতি জনগণের আস্থা অর্জিত হবে না বলে মন্তব্য করেন তারা। 

সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম ও অধ্যাপক এ এন রাশেদা উপস্থিত ছিলেন।

তারা বলেন, নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে জনগণের আস্থা হারাচ্ছে। 

সভায় চলমান সরকারের দুঃশাসন হটানো ও ব্যবস্থা বদলের সংগ্রামকে বেগবান করতে আগামী ২০ থেকে ৩০ জুলাই দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান হয়।

সভায় বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি সফল করারও আহ্বান জানানো হয়। 

Comments