২০২২ সালে বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ, ব্যয় ৩ কোটি ৮৮ লাখ

২০২২ সালে বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ, ব্যয় ৩ কোটি ৮৮ লাখ
নির্বাচন কমিশন ভবনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা দিয়েছে বিএনপি।

আজ রোববার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

রুহুল কবির রিজভী বলেন, 'এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট আমাদের আয়ের উৎস।'

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি।'

আরেক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, 'জ্বলাও পোড়ায় কে করে অতীতেও আপনারা জেনেছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশের অবস্থান। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, "বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেওয়া হবে"। কয়েকজন যুবক এই কথাটা তখনই বলতে পারে, যদি সামনে পুলিশ থাকে...বিরোধী দলের কোনো নেতাকর্মী ওইখানে সাহস পাওয়ার তো কোনো কারণ নেই! পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, তারা দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে ঠান্ডা মাথায় মোটরসাইকেলে এসে পোড়াবে এটা একেবারে মুর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।'

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

57m ago