জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্যে বেড়েছে

বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি
স্টার ফাইল ফটো

চলতি বছরের জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। তবে, খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।

আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, জুনে যা ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

কিন্তু, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। জুনে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ থাকলেও জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।

তবে, জুলাইয়ে ননফুড পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ, জুনে যা ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

Comments

The Daily Star  | English

5G goes live, but with few phones to connect

Bangladesh’s long-awaited 5G rollout began this week, but a lack of compatible handsets means the next-generation network is unlikely to see mass adoption anytime soon.

2h ago