ট্রেনের তেল চুরির অভিযোগে রেল কর্মচারীসহ ২ জন কারাগারে

নাটোরের আজিমনগর রেলস্টেশনে ঈশ্বরদীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন থেকে তেল চুরির সময় দুজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

ট্রেন থেকে তেল চুরির অভিযোগে রেলের পাওয়ার কার ড্রাইভারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। 

এ সময় তাদের কাছ থেকে ৪৫ লিটার রেলের ডিজেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) ও নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা রোকনুজ্জামান রোকন (৪৫)।

রোববার রাতে নাটোরের আজিমনগর রেলস্টেশনে ঈশ্বরদীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন থেকে তেল চুরির সময় তাদের আটক করা হয়। 

আজ সোমবার তাদের বিরুদ্ধে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা হয়।

মামলার পর পাবনা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর হারুনুজ্জামান রোমেল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে রাজশাহী-ঈশ্বরদী রুটের বিভিন্ন স্টেশনে অসাধু কিছু রেল কর্মচারী ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে আসছে। গোপন সংবাদ পেয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনে গোয়েন্দা নজরদারি করা হয়।'

তিনি জানান, রোববার রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা  শাখার রাজশাহীর একটি টিম সাদা পোশাকে রাজশাহী থেকে ঈশ্বরদী অভিমুখী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এ দুজনকে হাতেনাতে আটক করে। 

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জিআরপি কর্মকর্তা হারুনুজ্জামান বলেন, 'ট্রেনটি রাজশাহী-ঈশ্বরদী রেলপথের আজিমনগর রেলস্টেশনে পৌঁছালে রেলওয়ে কর্মচারী পাওয়ার কারের ড্রাইভার হেলালের হাত থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ আজিমনগর স্টেশনে দাঁড়িয়ে থাকা রোকনের কাছে দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।'

এ সময় ৬টি জারভর্তি ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। 

এ ঘটনায় সোমবার ঈশ্বরদী জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

3h ago