১০ বছর আগের মামলা

​​​বিএনপি নেতা ইসহাকসহ ২১ নেতাকর্মীর ২ বছরের কারাদণ্ড

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। ছবি: প্রথম আলো/ফাইল
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। ছবি: প্রথম আলো/ফাইল

২০১৩ সালের অক্টোবরে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ দলের ২১ নেতাকর্মীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক অভিযুক্তদের অনুপস্থিতিতে আদালত কক্ষে এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, এর আগে তাদের অনুপস্থিতিতে সময় চেয়ে আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে বলে ম্যাজিস্ট্রেট তার রায়ে উল্লেখ করেন।

এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৩ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে একদল নেতাকর্মী কোতোয়ালি এলাকার বাবুবাজার সেতুর সামনে সমাবেশ, গাড়ি ভাঙচুর করে ও পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন বাদী হয়ে ইসহাক সরকারসহ ৬০ জনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে তদন্ত পরিচালনার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাসানুজ্জামান ইসহাক সরকারসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Comments

The Daily Star  | English

Cumilla rape: Main accused among two more arrested

Three others were arrested in the same case early today

1h ago