নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, চিকিৎসক নিহত

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি। ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থলে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় নিহত ইকরা বিনতে হাফিজ (২৭) উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তার বাড়ি ছিল কুমিল্লা নগরীর হাউজিং এলাকায়।

এসআই মামুন জানান, ঢাকা থেকে বরিশাল আসার পথে এ দুর্ঘটনা ঘটে। হাফিজা একটি ভাড়ায় চালিত প্রাইভেটকার নিয়ে ঢাকা থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে হাফিজা গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। ফায়ার সার্ভিস খবর পেয়ে তাকে উদ্ধার করে এবং গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস গৌরনদী উপজেলার সাব অফিসার মো. আখতার উদ্দিন জানান, এ ঘটনায় প্রাইভেটকার চালক নাহিদও আহত হয়েছেন। তাকেও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, 'প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।'

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by the Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

42m ago