২০২৬ সালে ডেঙ্গুর টিকা আনার লক্ষ্য ভারতের

ছবি: সংগৃহীত

ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল) ২০২৬ সালের প্রথম দিকে বাণিজ্যিকভাবে ডেঙ্গুজ্বরের ভ্যাকসিন সরবরাহের আশা করছে।

প্রতিষ্ঠানটির এক শীর্ষ নির্বাহীর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।

আইআইএলের ব্যবস্থাপনা পরিচালক কে আনন্দ কুমার বলেন, '১৮-৫০ বছর বয়সী প্রায় ৯০ জনের ওপর ডেঙ্গুর ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ট্রায়াল পরিচালিত হয়েছে। ট্রায়ালে কারও ওপর কোনো প্রতিকূল প্রভাব দেখা যায়নি।'

তিনি বলেন, 'আমাদের প্রথম ধাপের ট্রায়াল শেষের দিকে। এরপর আমরা পরের ধাপে যাব। এতে অন্তত ২-৩ বছর সময় লাগবে। তাই, ডেঙ্গুর ভ্যাকসিনের বাণিজ্যিক যাত্রা ২০২৬ সালের জানুয়ারিতে হতে পারে বলে আশা করছি।'

প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা দেখা হয় বলে উল্লেখ করেন তিনি।

আইআইএল ছাড়াও ভারতের সেরাম ইনস্টিটিউট এবং প্যানাসিয়া বায়োটেক ডেঙ্গুর টিকা তৈরির কাজ করছে।

হায়দ্রাবাদভিত্তিক আইআইএল ৫০টির বেশি দেশে বিভিন্ন ধরনের টিকা রপ্তানি করে। 

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago