‘জনগণের একটাই দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ’

রংপুর থেকে দিনাজপুর রোডমার্চে রংপুরে এক জনসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যেমন জনগণ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, সেভাবে এবারও তারা এই সরকারের পতন ঘটাতে বাধ্য হবে।

রংপুর থেকে দিনাজপুর রোডমার্চের সমাপনী অনুষ্ঠানে আজ শনিবার দিনাজপুর ট্রাক টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'বিএনপিসহ দেশের জনগণের এখন একটাই দাবি, সেটি হলো- শেখ হাসিনা সরকারের পদত্যাগ।'

তিনি বলেন, 'এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।'

অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগও দাবি করেছেন বিএনপি মহাসচিব।

এর আগে, বিকেল ৫টার দিকে রংপুর থেকে দিনাজপুর-রংপুর মহাসড়ক হয়ে বিএনপির রোডমার্চ দিনাজপুরে পৌঁছায়।

পথে নীলফামারীর সৈয়দপুরে এক ছোট্ট জনসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

সেসময় তিনি সরকারকে বিএনপি নেতাকর্মীদের মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি না করার আহ্বান জানান।

বিএনপির রংপুর থেকে দিনাজপুর রোডমার্চে রংপুর বিভাগের ৮ জেলার শত শত মানুষ দিনাজপুর ট্রাক টার্মিনালে জড়ো হন। জনসভায় জাতীয় ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

Comments