দর্শকদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে হলে গিয়ে অন্তর্জাল দেখব: মিম

bidya sinha meem
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: দ্য ডেইলি স্টার

ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত প্রথম কোনো সিনেমা চলতি বছর প্রেক্ষাগৃহে আসছে। অন্তর্জাল দিয়ে আগামীকাল ফিরছেন তিনি।

মিম বলেন, 'অবশেষে মুক্তি পাচ্ছে কাঙ্খিত সিনেমা অন্তর্জাল। দর্শকদের মতো আমিও হলে গিয়ে অন্তর্জাল দেখার অপেক্ষায় আছি।'

এদিকে আগামীকাল মুক্তি উপলক্ষে কয়েকটি প্রেক্ষাগৃহে যাবার পরিকল্পনা করেছেন মিম। সেখানে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন এই অভিনেত্রী। প্রেক্ষাগৃহে বসে নিজের সিনেমা দেখার ইচ্ছেও প্রকাশ করেন তিনি।

মিম বলেন, 'দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় কথা। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতেই প্রেক্ষাগৃহে যাব।'

'এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। অনেক যত্নের ও ভালোবাসার কাজ এটি', যোগ করেন মিম।

প্রায় এক বছর পর মিম অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে, এই অনুভূতি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, 'সত্যি কথা বলতে বিষয়টি খুব আনন্দের। একটি সিনেমা যতক্ষণ না মুক্তি পায় ততক্ষণ অপেক্ষায় থাকতে হয়। আমিও ছিলাম। খুব, খুব ভালো লাগছে নতুন সিনেমা নিয়ে ফিরছি।'

গতবছর তার অভিনীত পরাণ ও দামাল সিনেমা দুটি ‍মুক্তি পেয়েছিল। উভয় সিনেমার পরিচালক ছিলেন রায়হান রাফী। তার মধ্যে পরাণ ব্যবসা সফল হয়েছিল। যা নতুন করে মিমকে আলোচনায় নিয়ে আসে।

বিদ্যা সিনহা মিম
হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ মিমের অভিনীত প্রথম সিনেমা, মুক্তি পায় ২০০৮ সালে; ছবি-তুহিন হোসেন।

এছাড়া মুক্তিযুদ্বের গল্প নিয়ে নির্মিত দামাল খুব প্রশংসিত হওয়ায় মিমের জন্য বিষয়টি বেশ ইতিবাচক ছিল।

মিম বলেন, 'অন্তর্জাল সবার ভালো লাগবে। সম্প্রতি "ওয়েলকাম টু অন্তর্জাল" গানটি মুক্তি পেয়েছে এবং এটার জন্য বেশ প্রশংসা পাচ্ছি।'

নিজের অভিনীত চরিত্রের বিষয়ে ঢালিউডের এই নায়িকা বলেন, 'যখন যে চরিত্রটি করি তার মধ্যেই মিশে যাবার চেষ্টা করি। অন্তর্জাল সিনেমায় আমার চরিত্রটি অন্যরকম। আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। মন দিয়ে অভিনয়ও করেছি।'

ওয়েলকাম টু অন্তর্জাল

অন্যদিকে বাংলাদেশের মুক্তির দিনই কানাডা ও আমেরিকার রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে অন্তর্জাল মুক্তি পাচ্ছে। এ বিষয়ে মিম বলেন, 'অন্তর্জাল সিনেমার জন্য এটি একটি রেকর্ড। দেশি সিনেমা হিসেবে বিদেশে রেকর্ড গড়তে যাচ্ছে অন্তর্জাল।

অন্তর্জাল সিনেমার কুশিলবদের সঙ্গে মিম। ছবি: সংগৃহীত
অন্তর্জাল সিনেমার কুশিলবদের সঙ্গে মিম। ছবি: সংগৃহীত

'বাংলাদেশের সিনেমার জন্যও এটা বড় বিষয়। কেননা, দেশের বাইরেও, বিশ্ববাজারে যাচ্ছে আমাদের চলচ্চিত্র',  আরও যোগ করেন তিনি।

সবশেষে মিম বলেন, 'আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আপনাদের জন্যই অভিনয় করি। সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে গেছি। অন্তর্জাল সিনেমায় সবার ভালোবাসা চাই।

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

7h ago