৩০ বছর পুলিশের চোখে ধুলা দেওয়া মাফিয়া বস ডায়াবলিকের মৃত্যু

মাফিয়া বস 'ডায়াবলিক' মাত্তেও মেসিনা দেনারো। ছবি: সংগৃহীত
মাফিয়া বস 'ডায়াবলিক' মাত্তেও মেসিনা দেনারো। ছবি: সংগৃহীত

ইতালির মাফিয়া বস 'ডায়াবলিক' মারা গেছেন। প্রায় তিন দশক পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে এ বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। পুলিশী হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। 

আজ সোমবার ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

মাফিয়া সর্দার ডায়াবলিকের আসল নাম মাত্তেও মেসিনা দেনারো। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগের অন্যতম, তিনি অপরাধী সংগঠন কোসা নোস্ত্রার নেতা হিসেবে অসংখ্য মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

মেসিনা কেন্দ্রীয় ইতালির ল'আকিলা অঞ্চলের স্যান সালভাতোরে হাসপাতালে মারা যান। সেখানে তাকে কোলন ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছিল।

জানুয়ারিতে পালের্মোর একটি বেসরকারি স্বাস্থ্য ক্লিনিক থেকে গ্রেপ্তার হন মেসিনা।

মেসিনাকে একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: রয়টার্স
মেসিনাকে একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: রয়টার্স

সিসিলির মাফিয়া সংগঠনের 'বস' মেসিনা ১৯৯৩ সাল থেকে পলাতক ছিলেন। তাকে ইউরোপোল ইউরোপের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের অন্যতম হিসেবে বিবেচনা করে। তিনি ইউরোপোলের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় ছিলেন বলে জানান কৌসুলি মাউরিজিও দে লুসিয়া।

বেশ কয়েকটি অপরাধে মেসিনাকে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ১৯৯২ সালে মাফিয়া বিরোধী কৌসুলি জিওভান্নি ফালকোনে ও পাওলো বোরসেলিনোর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ।

সর্বশেষ ২০২০ সালে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ৯০ এর দশকের শেষের দিকে মিলান, ফ্লোরেন্স ও রোমে বোমা হামলায় অসংখ্য মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকা ও কোসা নোস্ত্রার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ জোগাড়ের দায়ে এক 'শত্রুর' ১১ বছর বয়সী ছেলেকে নির্যাতন ও হত্যার অভিযোগে তিনি এই দণ্ড পান।

মেসিনার মৃত্যুর আগে ফালকোনে, বোরসেলিনো ও ১১ বছর বয়সী জিউসেপে দি মাত্তেও'র হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে উচ্চ আদালতের সামনে নেওয়ার উদ্যোগ চলছিল।

কোসা নোস্ত্রার সাবেক সদস্যদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বছর গ্রেপ্তার এড়াতে সক্ষম হন।

জানুয়ারিতে মাদ্দালেনা ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তারের অভিযানে ইতালির পুলিশ বাহিনী কারাবিনিয়েরির মাফিয়া-বিরোধী দলের ১০০ এজেন্ট অংশ নেয়।

ডায়াবলিক নামেই বেশি পরিচিত মেসিনা দেনারোকে কুখ্যাত মাফিয়া সর্দার বেরনার্দো প্রোভেনজানো'র উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। বেরনার্দোকে সিসিলির কোরলিওনে শহরের একটি খামারবাড়ি থেকে ২০০৬ সালে গ্রেপ্তার করা হয়। মারিও পুজোর উপন্যাস অবলম্বনে নির্মিত ফ্রান্সিস ফোর্ড কপ্পোলা পরিচালিত দ্য গডফাদার সিনেমা সূত্রে সিসিলির এই শহরের নামটি অনেকের জানা থাকায় গ্রেপ্তারের ঘটনাটি বেশ সাড়া ফেলে।

পুলিশের হাতে ধরা পড়ার পর মেসিনার 'মাগশট'। ছবি: রয়টার্স
পুলিশের হাতে ধরা পড়ার পর মেসিনার 'মাগশট'। ছবি: রয়টার্স

১৯৬২ সালের ২৬ এপ্রিল সিসিলিতে জন্ম নেন মেসিনা।

ছোটবেলা থেকেই অপরাধপ্রবণ পরিবেশে বড় হন মেসিনা। তার বাবা ছিলেন সিসিলির একজন সুপরিচিত মাফিয়া সর্দার। বোন ও ভাইও মাফিয়ার সদস্য ছিলেন। তারা দুইজনই কারাবন্দী আছেন।

যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি বিষয়ের অধ্যাপক ফেলিয়া অ্যালাম বলেন, 'মেসিনা দেনারো হচ্ছেন পুরনো প্রজন্মের শেষ মাফিয়া বস। তিনি অত্যন্ত সাহসী ও প্রকাশ্যে বিচরণকারী কোসা নোস্ত্রার মাফিয়া বনাম ২১ শতকের নীরব, ব্যবসায়ীদের মতো আচরণকারী মাফিয়াদের মধ্যে সর্বশেষ যোগসূত্র।'

 

Comments

The Daily Star  | English

Industrial output soars, but where are the jobs?

Over the past decade, more and more industries have sprung up across the country, steadily increasing production. But while output rose, factories did not open their doors to more workers.

10h ago