বেনাপোল বন্দর দিয়ে টানা ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও আগামীকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় টানা দুই দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে এ সময় যাত্রী পারাপার কার্যক্রম চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজ ও আগামীকাল সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে দুই দেশের পক্ষ থেকে পত্র বিনিময় হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দুই হাজার ৩০০ যাত্রী পার হয়েছেন এই বন্দর দিয়ে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগামী শনিবার থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। শনিবার কেবলমাত্র উচ্চ পচনশীল পণ্য খালাশ করা হবে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

4h ago