২০২৩ সালে ভূমধ্যসাগরে নিখোঁজ ২৫০০ অভিবাসনপ্রত্যাশী: জাতিসংঘ 

২০২৩ সালে ভূমধ্যসাগরে নিখোঁজ ২৫০০ অভিবাসনপ্রত্যাশী: জাতিসংঘ
ছবি: ডয়চে ভেলে

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টাকালে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

জার্মানিভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, গত বছরের একই সময়ে মৃত ও নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন। গত বছরের তুলনায় চলতি বছরের মৃত বা নিখোঁজের সংখ্যাটা এ বছর অনেক বেশি।

ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলো তাদের শরণার্থী ব্যবস্থাপণার বিষয়টি সংস্কারের জন্য বছরের পর বছর ধরে আলোচনা চালিয়ে আসছে কিন্তু কোনো ফলাফল আসেনি।

কী বলছে জাতিসংঘ?

ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ইতোমধ্যে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছেছেন।

এর মধ্যে ১ লাখ ৩০ হাজার মানুষ ইতালিতে পৌঁছেছেন। যা গত বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি। বাকিরা গ্রিস, স্পেন, সাইপ্রাস এবং মাল্টায় অবতরণ করেছেন।

তিউনিশিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।

তাদের মধ্যে প্রায় ৩১ হাজার অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়া এবং ১০ হাজার ৬০০ জনকে লিবিয়া আটক অথবা ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

7h ago