ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদনপত্র পেল নগদ

ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, নগদ, তানভীর এ মিশুক, নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি,

দেশে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর জন্য নগদ ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের কাছে এ সংক্রান্ত লেটার অব ইনটেন্ট (এলওআই) হস্তান্তর করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এর আগে, গত রোববার বাংলাদেশ ব্যাংকের ৪৩০তম বোর্ড সভায় দেশের প্রথম ডিজিটাল ব্যাংক চালুর জন্য নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়।

তানভীর এ মিশুক বলেন, 'আজ বুধবার আমরা দেশের প্রথম ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপত্র পেয়েছি।'

তিনি জানান, সাধারণ মানুষ- যারা নানা কারণে ব্যাংকে আসতে সমস্যায় পড়েন, তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেবে নগদ ডিজিটাল ব্যাংক।

'আমরা প্রথাগত ব্যবসায়ীর বাইরে যারা আছেন, তাদের কোনো জামানত ছাড়াই সিঙ্গেল ডিজিটে ঋণ দিতে চাই। সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সবকিছুর সমাধান দেবে ডিজিটাল ব্যাংক,' বলেন তিনি।

নগদ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদাতা, তাদের গ্রাহক সংখ্যা সাড়ে আট কোটিরও বেশি।

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

32m ago