ভারতের ৫০৩ সিনেমা হলে ‘মুজিব’

ভারতের প্রেক্ষাগৃহে ‘মুজিব’ মুক্তির পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ১৩ অক্টোবর মুক্তির পর আজ শুক্রবার ভারতের ৫০৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী-নির্ভর সিনেমা 'মুজিব: একটি জাতির রূপকার'। 

এর আগে বাংলাদেশের কিংবা যৌথ প্রযোজনার কোনো সিনেমা ভারতের এতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ থেকে শুরু করে পুরো সপ্তাহ ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে সিনেমাটির।'

তিনি জানান, মুম্বাইয়ে ১০৩ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। কলকাতায় ১০০ ও নয়াদিল্লির ৭৫ হলে মুক্তি পেয়েছে 'মুজিব'। 

এভাবে ভারতের মোট ১২টি অঞ্চলে সিনেমাটি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

ছোটবেলার রেণু চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরীসহ শতাধিক অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র, কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

6h ago