২০২০-২১ অর্থবছর

৬ খাতে ৩৩ হাজার ৩৬৫ কোটি টাকা কর ছাড়

করপোরেট কর

২০২০-২১ অর্থবছরে সরকার যে পরিমাণ কর ছাড় দিয়েছে এর ৪০ শতাংশ পেয়েছে দেশের ছয় খাত। এসব ছাড় এসেছে কর ভর্তুকি, ডিসকাউন্ট, কর মওকুফ ও আয়কর কমানোর মাধ্যমে।

ওই অর্থবছরে মোট প্রত্যক্ষ করপোরেট কর ছাড়ের পরিমাণ ছিল ৮৫ হাজার ৩১৫ কোটি টাকা। এর ৪০ শতাংশ পেয়েছে ক্ষুদ্রঋণ, বিদ্যুৎ ও জ্বালানি, হাইটেক শিল্প ও অর্থনৈতিক অঞ্চল, তৈরিপোশাক, আইটি বা সফটওয়্যার এবং পোল্ট্রি ও মৎস্য খাত।

এই ছয় খাতে কর ছাড় দেওয়া হয়েছে ৩৩ হাজার ৩৬৫ কোটি টাকা।

এর মধ্যে ক্ষুদ্রঋণ খাতে ১৫ হাজার ৩১৫ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আট হাজার ৩৮০ কোটি টাকা এবং হাইটেক শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে চার হাজার ৬১২ কোটি টাকা রয়েছে।

এ ছাড়াও, তৈরিপোশাক খাতে তিন হাজার ৪৩৮ কোটি টাকা, আইটি বা সফটওয়্যার খাতে এক হাজার ৪৭৭ কোটি টাকা এবং পোল্ট্রি ও মৎস্য খাতে ১৪৩ কোটি টাকা কর ছাড় দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত ২০২০-২১ অর্থবছরের প্রত্যক্ষ কর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

২০২০-২১ অর্থবছরে সরকার মোট এক লাখ ২৫ হাজার ৮১৩ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এটি মোট দেশজ উৎপাদনের তিন দশমিক ৫৬ শতাংশ।

সরকারের মতে, প্রত্যক্ষ কর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিকে উজ্জীবিত করে। এ ছাড়াও, এটি সামাজিক ভারসাম্য রক্ষা ও শিল্প সহায়তা দিয়ে থাকে।

প্রত্যক্ষ করের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে ছাড় দেওয়া হয়েছে ৪০ হাজার ৪৯৯ কোটি টাকা।

কর ব্যয়ের প্রতিবেদনে বলা হয়—কর প্রণোদনা, কর ছাড় ও এর অর্থনৈতিক প্রভাব সম্পর্কে নীতিনির্ধারকদের মতামত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এর উদ্দেশ্য হচ্ছে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং কর ব্যবস্থার কাঠামোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক লক্ষ্য ও আর্থিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রাখা।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

4h ago