বিএনপি নেতা শাহজাহানসহ ৫ আসামির জামিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর আদেশ

ছবি: সংগৃহীত

২০১৫ সালের ৪ জানুয়ারি ভাটারায় গাড়ি পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৯ অক্টোবর একই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ২০ দলীয় জোট ও জাতীয় পার্টির ১৫ নেতাকর্মীকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অন্য চার আসামি হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা মোহাম্মদ বেলাল আহমেদ ও মনিরুল হক।

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ম্যাজিস্ট্রেট আরও চার জনকে বেকসুর খালাস দেন।

মামলায় হাবিবসহ অন্য নয় জনকে সাজা দেওয়ার তারিখে 'পলাতক' ঘোষণা করা হয়। তারা এখনো কোনো আদালতে আত্মসমর্পণ করেনি।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৪ জানুয়ারি রাজনৈতিক কর্মসূচি চলাকালে যমুনা ফিউচার পার্কের সামনে বিএনপি নেতা-কর্মীরা যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে।

তদন্ত শেষে ২০১৫ সালের ১২ মে হাবিব, লিংকনসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago