নির্বাচন কমিশনারদের মধ্যে মতপার্থক্য নেই: ইসি সচিব

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনারদের মধ্যে মতপার্থক্য নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

আজ মঙ্গলবার বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নির্বাচন কমিশনারদের মধ্যে মতপার্থক্য আছে, গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের উল্লেখ করে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, 'অবশ্যই কোনো মতপার্থক্য নেই।'

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়ার বিষয়ে কমিশনাররা এখনো সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার আনিসুর রহমান স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগে কাজ করছেন।

তবে, অন্য চার কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকে।

এছাড়া, গত মাসে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালায় জাতীয় নির্বাচনের পরিবেশ আশানুরূপ নয় উল্লেখ করে একটি কনসেপ্ট নোট দেয় নির্বাচন কমিশন।

কিন্তু ওই নোটের এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি আনিসুর এবং আরেক কমিশনার।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

19m ago