পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতা আমান ৩ দিনের রিমান্ডে

সোমবার মহাখালী থেকে ছাত্রদল নেতা আমানকে গ্রেপ্তার করে সিটিটিসি।
গ্রেপ্তার ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আমানের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

গতকাল সোমবার মহাখালী থেকে ছাত্রদল নেতা আমানকে গ্রেপ্তার করে সিটিটিসি।

সিটিটিসি জানায়, ২৮ অক্টোবর পুলিশ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আমান। ফকিরাপুল এলাকায় পুলিশের ওপর হামলার নেতৃত্ব দেন তিনি। সেদিন আমানের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। 

এক পর্যায়ে পুলিশ পাশের একটি ভবনে প্রবেশ করলে আমানসহ অন্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। ইট নিক্ষেপের কারণে কনস্টেবল আমিরুল মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

 

Comments