চট্টগ্রামে বিএনপির ২ জন আটক, যানবাহন ভাঙচুর

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় যুবদল নেতাসহ বিএনপির দুই জনকে আটক করার পর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোকজন বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে খুলশীর ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) উত্তর পঙ্কজ দত্ত।

 এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল এবং এলাকায় অভিযান চালাচ্ছিল।

 আটকদের মধ্যে একজনের নাম ওয়াকিল হোসেন বগা বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে থাকা সিএমপির এসি বায়েজিদ বোস্তামী সার্কেল বেলায়েত হোসেন বলেন, 'চলমান অবরোধ কার্যকর করতে যুবদল ও বিএনপির লোকজন ওই এলাকায় পিকেটিং করার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে একজনকে আটক করলে তারা চলমান যানবাহন ভাঙচুর শুরু করে এবং পাথর ছুড়তে থাকে।'

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কয়টি গাড়ি ভাঙচুর হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি পুলিশ কর্মকর্তা বেলায়েত।

Comments

The Daily Star  | English

Influenza wave grips the nation

Influenza is emerging as a main driver behind the recent surge in viral fever cases nationwide, with rising numbers of both children and adults falling ill.

11h ago