ভরণপোষণ চাওয়ায় নির্যাতন, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বাবার মামলা

ভরণপোষণ ও চিকিৎসা খরচ চাওয়ায় মারধরের অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন এক বাবা। মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের মো. আব্দুল আজিজ (৭০) এই মামলা করেন।
পাহাড় ধস
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভরণপোষণ ও চিকিৎসা খরচ চাওয়ায় মারধরের অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন এক বাবা। মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের মো. আব্দুল আজিজ (৭০) এই মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাহসিন আসামি আবুল সালেক (৩৫) ও পুত্রবধূ ইয়াসমিন আক্তার শিখার (২৫) বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট স্বরূপ কান্তি নাথ ।

'অভিযুক্ত সালেক ও তার স্ত্রী তার বাবাকে মৌখিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। ভিকটিম আজিজ অসুস্থ এবং নিয়মিত ওষুধ সেবন করেন এবং তার চিকিৎসার প্রয়োজন। এর আগে, স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকে ছেলে তার বাবার ওষুধ ও চিকিৎসার খরচ দিতে অঙ্গিকার করলেও পরে তা অস্বীকার করে। একপর্যায়ে ভরণপোষণ চাওয়ায় নির্যাতন করা শুরু করে ছেলে ও পুত্রবধূ,' বলেন তিনি।

তিনি আরও বলেন, অভিযোগ জানাতে প্রথমে থানায় গিয়েছিলেন আব্দুল আজিজ। থানা থেকে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি আদালতে এসে মামলা করেন।

Comments