নাটোরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কার্যালয় ভাঙচুর

নাটোরে স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের প্রচার কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় দত্তপাড়া বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরে দত্তপাড়া বিসিক এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নাটোরে স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের প্রচার কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় দত্তপাড়া বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকায় স্থাপিত নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের পক্ষে কাজ করা নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর জনসমর্থন দেখে নৌকার প্রার্থী মন হারিয়েছেন। হুমকি-ধামকি ও অফিস ভাঙচুরসহ নানা অপকর্ম করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাটোর সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিনা সাত্তার জানান, ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তবে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল বলেন, 'আমি জানতে পেরেছি যে ট্রাক প্রতীকের সমর্থকরা নিজেদের ক্যাম্প ভাঙচুর করেছে এবং নৌকা সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে পরে গণমাধ্যমকে জানাব।'

Comments

The Daily Star  | English

No let-up in reserves slide

Bangladesh’s foreign exchange reserves have been falling since September 2021 despite a series of government initiatives to reverse the trend.

13h ago