সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমজাদ হোসেন।
পাহাড় ধস
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমজাদ হোসেন।

তিনি বলেন, 'রেলওয়ের একটি দল চট্টলা একপ্রেস ট্রেনের বগিটি উদ্ধারে কাজ করছে। এই রুটে দুই লাইনের মধ্যে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।'

ট্রেনটি ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করেছিল। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এই বিষয়ে রেলওয়ে চট্টগ্রামের পরিবর্তন কর্মকর্তা আনিসুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি কল ধরেননি।

Comments