গাইবান্ধা-৩

হরতালের সমর্থনে বিএনপির মিছিল, এমপির ভাইয়ের গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

হরতালের সমর্থনে আজ শনিবার বিকেল ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের কালিবাড়ি হাট এলাকায় মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির বাসার সামনে তার ভাইয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিএনপির লোকজনের বিরুদ্ধে।

বিষয়টি পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি বলেন, 'হামলাকারীরা এমপি পরিবারের সদস্যদের ব্যবহৃত একটি গাড়ির কাঁচ ভেঙেছে। হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

জানতে চাইলে মিছিলের নেতৃত্বে থাকা পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল শুরু আগেই পুলিশ আমাদের ওপর হামলা করে এনং আমাদের দুইজনকে আটক করে নিয়ে যায়। পরে উত্তেজিত জনতা কালীবাড়ি বাজারের সামনে গিয়ে একটি গাড়ি ভাঙচুর করে।'

এ বিষয়ে জানতে উম্মে কুলসুম স্মৃতিকে ফোন দিলে তিনি বলেন, 'আমার ছোট ভাইয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়িতে, গেটে ইট-পাটকেল ছোড়া হয়েছে।'

Comments