ঢাকা ৪ এর ফলাফলের গেজেট স্থগিত রাখার নির্দেশ হাইকোর্টের

ঢাকা ৪ আসনে পরাজিত নৌকার প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।
high court
স্টার ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই আসনে পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানমের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটে বলা হয়, গত রোববার সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে। এসব অভিযোগের স্বপক্ষে প্রমাণ জমা দেওয়া হয়েছে আবেদনের সঙ্গে।

আদেশে আদালত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে আগামী ১০ দিনের মধ্যে ইসিকে এসব অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা ৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন জয়ী হয়েছেন।

Comments