রাম মন্দিরের আসনেই পিছিয়ে বিজেপি, চমক সমাজবাদী পার্টির

সমাজবাদী পার্টির প্রার্থী আওয়াদেশ প্রসাদ এবং বিজেপির প্রার্থী লাল্লু সিং। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ আসনে পিছিয়ে আছেন বিজেপির প্রার্থী। এই আসনের আওতাধীন অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।

রাম মন্দির প্রতিষ্ঠার ইস্যুকে কেন্দ্র করেই গত শতাব্দীর আশির দশকে বিজেপির উত্থান হয়েছিল। হিন্দুত্ববাদীদের ভোট পেতে নির্বাচনের আগে তড়িঘড়ি করে এই মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। অথচ সেখানেই বিজেপি প্রার্থীর পিছিয়ে থাকা অনেকের মধ্যে কৌতূহল তৈরি করছে।

সন্ধ্যা ৭টায় সর্বশেষ হিসাব অনুযায়ী ফয়জাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী আওয়াদেশ প্রসাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজপির প্রার্থী লাল্লু সিংয়ের চেয়ে ৫৪ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন। এখানে বিজেপির প্রার্থী হেরে গেলে ভারতের জাতীয় রাজনীতিতে তা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে।

উত্তর প্রদেশ থেকে ৮০ জন সংসদ সদস্য নির্বাচিত হন। একক রাজ্য হিসেবে এই সংখ্যা সর্বোচ্চ। বুথফেরত জরিপের ফলাফলে বলা হচ্ছিল বিজেপি এখানে সর্বচ্চ সংখ্যক আসন পেতে পারে। অথচ এখন দেখা যাচ্ছে খোদ রাম মন্দিরের আসনেই বিজেপির প্রার্থী পরাজয়ের ঝুঁকিতে আছেন।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে ৩৮টি আসন পেতে পারে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। অন্যদিকে বিজেপি পেতে পারে ৩২টি আসন।

 

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

2h ago