রাফায় ৪ ইসরায়েলি সেনা নিহত, সংখ্যা বেড়ে ২৯৯

দক্ষিণ গাজায় নিহত চার ইসরায়েলি সেনা। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া
দক্ষিণ গাজায় নিহত চার ইসরায়েলি সেনা। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফার এক ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৯৯ হয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ ও টাইমস অব ইসরায়েল।

নিহতরা হলেন গেদেরার বাসিন্দা মেজর তাল পেবিলস্কি শলভ (২৪), মদিইনের বাসিন্দা স্টাফ সার্জেন্ট এইতান কার্লসব্রুন (২০), হামাদিয়ার বাসিন্দা সার্জেন্ট আলমগ শালম (১৯) ও গিভাত হারেলের বাসিন্দা সার্জেন্ট ইয়াইর লেভিন (১৯)। 

নিহতরা সকলেই গিভাতি ব্রিগেডের টহল ইউনিটের সেনা ছিলেন। শালম ও লেভিন শিক্ষানবিস ছিলেন। শলভ ছিলেন তাদের কোম্পানি কমান্ডার। নিহত লেভিন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টির সাবেক সংসদ সদস্য মোশে ফিগলিনের নাতি। 

আইডিএফের প্রাথমিক তদন্ত মতে, নিহত সেনারা রাফার শাবৌরা মহল্লার একটি সন্দেহজনক ভবন পরিদর্শন করছিলেন। শুরুতে ভবনে ভেতর ফাঁদ পাতা আছে কী না, তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে।

পরবর্তীতে এই বাড়ির ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল। 

পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে আইডিএফের সদস্যরা। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া
পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে আইডিএফের সদস্যরা। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া

চার সেনা নিহতের পাশাপাশি এ ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই চার সেনার মৃত্যুতে হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ২৯৯ হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে কিছু সেনা সদস্য রয়েছেন। তবে তারা এই ২৯৯ জন নিহতের মধ্যে অন্তর্ভুক্ত নন। মূলত স্থল হামলা শুরুর পর থেকে নিহতদের নাম এই তালিকায় যোগ করে ইসরায়েল।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৭ হাজার ১২৪। আহতের সংখ্যা ৮৪ হাজার অন্তত ৭১২। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

Comments

The Daily Star  | English
China urges US for fair trade talks

China warns countries against striking trade deals with US at its expense

Beijing "will take countermeasures in a resolute and reciprocal manner" if any country sought such deals, a ministry spokesperson said

2h ago