কক্সবাজারে মিয়ানমার সেনাদের ব্যবহৃত জি থ্রি রাইফেলসহ আরসার গান কমান্ডার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কক্সবাজারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একজন গান কমান্ডারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় মিয়ানমারের সেনাদের ব্যবহৃত একটি জি থ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার মোহাম্মদ জাকারিয়া উখিয়া থানায় একাধিক মামলার আসামি এবং দুবার কারাভোগ করেছেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাতে বালুখালী এলাকায় অভিযান চালিয়ে এফ ১৭ ব্লকের ওই কমান্ডারকে আটক করা হয়। 

তিনি বলেন, আরসার সন্ত্রসীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য মিয়ানমার থেকে আগ্নেয়াস্ত্র এনেছে- সেনাবাহিনী ও গোয়েন্দাদের গোপন এ তথ্যর ভিত্তিতে র‍্যাব ক্যাম্পে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাকারিয়া পালানোর চেষ্টা করেছিল। পরে তাকে আটক করা হয় এবং উখিয়া উপজেলার পালংখালীর ঘাটি বিল এলাকা থেকে জি থ্রি রাইফেল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আরসা অপরাধীরা সাম্প্রতিক সংঘাতের সময় মিয়ানমারে লুট করা অস্ত্র ক্রয় করে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসত। পরে গ্রেপ্তারকৃত জাকারিয়া অস্ত্রটি ক্যাম্প-১০ এ লুকিয়ে রাখত। এসব অস্ত্র ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হত বলে জানান র‌্যাব কমান্ডার।

সাজ্জাদ বলেন, 'একজন বন্দুক কমান্ডার হিসেবে তিনি বিভিন্ন হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেন। তিনি অস্ত্র পরিচালনায় দক্ষ এবং রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন নাশকতা, মারামারি, অস্থিতিশীল পরিস্থিতি, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও হত্যা মিশনে অংশ নিতেন।' 

 

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 16% in July

The country repaid $446.68 million in July of FY26

55m ago