কোটা আন্দোলন: সপ্তাহের শুরুতে যানজটে অচল রাজধানী

শাহবাগ মোড় অবরোধ থাকায় হেঁটে গন্তব্যে যেতে হয় নারী-শিশুসহ ওই এলাকা দিয়ে যাওয়া সবাইকে। ছবি: রাশেদ সুমন/স্টার

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুল হাসান সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারে খিলগাঁও থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। এই দূরত্ব যেতে তার সাধারণত ৩০-৪০ মিনিট সময় লাগে। 

কিন্তু আজ রোববার সপ্তাহের শুরুর দিনে তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে পৌঁছে শাহবাগ থেকে ফার্মগেট রুটে ব্যাপক যানজটে পড়েন তিনি। পরে রুট বদলে অন্য পথে এক ঘণ্টার বেশি সময় পর তিনি গন্তব্যে পৌঁছান। 

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'হঠাৎ যানজটে পড়ে পথ পাল্টাতে হয়েছে। রাস্তায় এত গাড়ি আর এত জায়গায় রাস্তা আটকানো, যে বেশ ঝামেলায় পড়ে যাই।'

সাইন্সল্যাব মোড়ে কোটাবিরোধী শিক্ষার্থীদের অবরোধ। ছবি: এমরান হোসেন/স্টার

কোটাবিরোধী আন্দোলন ও রথযাত্রার কারণে যানজটে আজ কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। এর সঙ্গে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ছিল এইচএসসি পরীক্ষা।  

আজ রোববার সকালে পুরান ঢাকায় শুরু হয় রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই জয়কালী মন্দির মোড়, ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ভবন চত্বর, গুলিস্তান, হাইকোর্ট মোড়ে যানজট ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসবকে কেন্দ্র করে যানজটের বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় কোটাবিরোধী আন্দোলন 'বাংলা ব্লকেড'।

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের কারণে শাহবাগ, সায়েন্স ল্যাব, চানখাঁরপুল মোড়, আগারগাঁও, মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুল আলিম ডেইলি স্টারকে জানান, সকাল ১১টায় তিনি শাহবাগ মোড় দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ৩০ মিনিট এক জায়গায় আটকে ছিলেন।

মেট্রোরেলেও বেশ যাত্রীর চাপ দেখা গেছে। কিন্তু দুপুর আড়াইটা থেকে প্রায় ৩০ মিনিট মেট্রো বন্ধ থাকায় মিরপুর-আগারগাঁও-মতিঝিল রুটের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে।

শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন 'বাংলা ব্লকেড' বিকেল ৩টায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে শুরু হয়।

আজ সকালে পুরান ঢাকায় রথযাত্রা উদযাপন। ছবি: স্টার

কর্মসূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চানখাঁরপুল, শাহবাগ, সায়েন্সল্যাব, আগারগাঁও, মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে।

দুপুর দেড়টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিক্ষার্থীরা মিছিল নিয়ে ব্যস্ত মোড় অবরোধ করে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, 'আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

তিনি বলেন, 'আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'

অবরোধে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে ওইসব এলাকা এড়িয়ে চলতে বলছেন।

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

7h ago