ইউরো

ফ্রান্সের ‘বিরক্তিকর’ খেলা নিয়ে যা বললেন দেশম ও দে লা ফুয়েন্তে

ছবি: এএফপি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে লড়বে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও দুইবারের শিরোপাজয়ী ফ্রান্স। চলতি আসরে সবচেয়ে সেরা ছন্দে আছে স্প্যানিশরা। অন্যদিকে, ফরাসিরা প্রত্যাশার দাবি মেটাতে পারছে না। তাদের একঘেয়ে পারফরম্যান্সে নেই প্রত্যাশিত ধার।

চলমান আসরে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবকটিতে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে পুরনো ধারা ভেঙে আক্রমণাত্মক কৌশল বেছে নেওয়া স্পেন। যৌথ সর্বোচ্চ (১১টি) গোল তাদের নামের পাশে। আর ফ্রান্স সেমিতে এসেছে ওপেন প্লে থেকে কোনো গোল পাওয়া ছাড়াই। তাদের করা মাত্র ৩ গোলের একটি এসেছে পেনাল্টি থেকে। বাকি দুটি উপহার (!) দিয়েছে প্রতিপক্ষ। তবে রক্ষণ জমাট রেখে এবারের আসরে সবচেয়ে কম (একটি) গোল হজম করেছে তারা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ফাইনালে ওঠার লড়াইয়ের মিউনিখে মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট। তার আগে সংবাদ সম্মেলনে ফরাসি কোচ দিদিয়ের দেশমের কাছে প্রশ্ন যায়, তার দলের খেলা বিরক্তিকর কিনা? জবাবে সমালোচকদের একহাত নেন তিনি, 'আপনি যদি বিরক্ত হয়ে থাকেন, তাহলে অন্য খেলা দেখুন। আপনাকে দেখতে হবে না, এটা ঠিক আছে। এটা একটা অন্য ধরনের ইউরো। প্রত্যেকের জন্যই খুব কঠিন, কম গোল হচ্ছে। এটা অতীতের মতো না যখন অনেক গোল হতো।'

ফ্রান্সের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা দেশম যোগ করেন, 'তবে যে ফল পাচ্ছি, সেটার মাধ্যমে ফরাসি পুরুষ ও নারীদের খুশি করার আকাঙ্ক্ষা আমাদের আছে। বিশেষ করে, এমন একটি সময়ে, যখন আমাদের দেশ (জাতীয় নির্বাচনের পর) কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদি সুইডিশরা বিরক্ত হয় আমাদের খেলা দেখে, তাহলে সেটা আমাকে খুব একটা ভাবায় না।'

একই প্রশ্ন রাখা হয় স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছেও। তিনি উত্তর দেন, এই প্রসঙ্গে কথা বলা তার দায়িত্ব নয়, 'ফ্রান্সের খেলা বিরক্তিকর কিনা তা বিচার করার আমি কেউ নই। আমরা যা বিশ্লেষণ করি তা হলো, প্রতিটি প্রতিপক্ষের শক্তিমত্তা এবং ফ্রান্স ব্যতিক্রমী একটি দল। সবাই যেটা পছন্দ করে সেটা নিয়েই আনন্দ করে। আমি যেমন ফুটবল পছন্দ করি, তেমনি আমি ফ্রান্সের খেলা দেখতে পছন্দ করি।'

সাবেক ফুটবলার দে লা ফুয়েন্তে আরও বলেন, ছন্দময় ফুটবল খেলেও ফল নিজেদের পক্ষে না এলে তাকে কাঠগড়ায় তোলা হবে, 'আমি মনে করি, আমরা একটি উপভোগ্য দল। কিন্তু এখন সবকিছুই জয়কেন্দ্রিক, প্রতিযোগিতার এই শেষ পর্যায়ে আরও সেটা আরও বেশি। আমাদের ভালো খেলতে হবে। তবে বাস্তববাদীও হতে হবে। কারণ, শেষ পর্যন্ত আপনি ফল দিয়েই আমাকে বিচার করবেন।'

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago