প্রথমবারের মতো মঞ্চ নাটক নির্দেশনায় অভিনেতা ফারুক আহমেদ

আহমেদ রুবেল
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

অভিনেতা ফারুক আহমেদ চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে সরব তিনি। হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। দেশের সেরা নাটকের দল ঢাকা থিয়েটারের সঙ্গে জড়িত আছেন তিনি।

এবারই প্রথম তিনি ঢাকা থিয়েটারের নতুন একটি নাটক পরিচালনা করতে যাচ্ছেন। বর্তমানে মহড়া চলছে। নাটকটির নাম 'রঙমহলা'। নাট্যকার রুবাইয়াৎ আহমেদ।

ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটক পরিচালনা করেছি। তবে, ঢাকা থিয়েটারের জন্য প্রথমবার নাটক পরিচালনা করছি। এটা আমার সৌভাগ্য।'

তিনি আরও বলেন, 'ঢাকা থিয়েটারের প্রাণপুরুষ নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন। শিমুল ইউসুফের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাছাড়া ঢাকা থিয়েটারের সবার প্রতি আমার ভালোবাসা। আমি যেন ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারি। দর্শকদের জন্য ভালো একটি নাটক উপহার দিতে পারি।'

'রঙমহাল' নাটক সম্পর্কে ফারুক আহমেদ বলেন, 'রূপ এবং অরূপের উপাখ্যান হচ্ছে "রঙমহাল"। আমার বিশ্বাস নাটকটি মঞ্চপ্রেমীদের ভালো লাগবে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কমেডি নাটক, সিরিয়াস নাটক—এইসব বিভাজন আমি করতে চাই না। নাটক তো নাটকই। নাটক দর্শকদের জন্য। আমরা শিল্পের মানুষ। একটি মানসম্পন্ন নাটক উপহার দিতে চাই। যেন দর্শকরা কাজটি উপভোগ করতে পারেন।'

নাট্যকার সেলিম আল দীন সম্পর্কে ফারুক আহমেদ বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সেলিম আল দীন স্যারের কাছে অনেক কিছু শিখেছি। তারপর ঢাকা থিয়েটারে যোগ দিয়ে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের কাছ থেকেও শিখেছি। সেই অভিজ্ঞতা নিয়ে ভালো কিছু করতে চাই।'

বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'আমি ছিলাম মীর মশাররফ হলের নাট্যসম্পাদক। সেই সময় "বর্ণচোরা" নাটক পরিচালনা করি। আরও কয়েকটি নাটক পরিচালনা করার সুযোগ হয়েছিল। তারপর পরিচালনা করা হয়নি।'

তিনি বলেন, 'এত বছর পর ঢাকা থিয়েটার নাটক পরিচালনার কাজটি দিয়েছে। আমি সুন্দরভাবে কাজটি করতে চাই। দলের সবার সহযোগিতা নিয়ে "রঙমহাল" মঞ্চে আনতে চাই।'

কবে নাগাদ "রঙমহাল" মঞ্চে আসবে? এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, 'প্রথমে ভেবেছিলাম আগস্টে আসবে। এখন মনে হচ্ছে অক্টোবর নাগাদ আনতে পারব। পুরোপুরি প্রস্তুতি নিয়েই নাটকটি মঞ্চে আসবে।'

 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

5h ago