আ. লীগের ৩ নেতাকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: স্টার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি শান্ত করতে দলের নেতাদের নির্দেশনা দিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে এই দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল রাতে গণভবনে জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে বলে বৈঠক সূত্র জানায়।

বৈঠকে শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের প্রতি 'সতর্ক' ও 'সহনশীল' থাকার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বৈঠকে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে গঠিত একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবে।

তাদের সঙ্গে কথা বলে দলীয় সভাপতিকে ফলাফল জানানো হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদেরও নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সার্বিক বিষয়ে আলোচনা করেছেন বলে আওয়ামী লীগের সূত্র জানায়।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

His death came just a day after he delighted the crowds of worshippers at the Vatican on Easter Sunday with an appearance on the balcony at Saint Peter's Basilica.

1h ago